বরিশালে শুরু হয়েছে বাড়িতে গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম। শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৯ জুন পর্যন্ত।
জেলায় এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৯ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভোগান্তি ছাড়া ভোটার তথ্য হালনাগাদ করতে পেরে খুশি নতুন ভোটাররা।
বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহরিয়ার খান ও নাজমা হোসেনের সন্তান তানজিলা খান রিদি জানান, ১৮ বছর পূর্ণ হওয়ায় শুধু নতুন ভোটার হতে পেরে তারা খুশি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নিজের তথ্য দিয়ে নতুন ভোটার ফরম পূরণ করেছেন।
বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘২০০৭ সালের আগে জন্ম নেয়া যে কেউ এই ভোটার হালনাগাদে তালিকাভুক্ত হতে পারবেন। ২১৮ জন তথ্য সংগ্রহকারী ও ৪৮ জন সুপারভাইজারের সমন্বয়ে বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এ কাজ করা হবে।
‘এ কার্যক্রম চলার সময়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কাজ চলবে। বরিশাল জেলায় এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৯ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’