বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকটক বানাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

  •    
  • ২০ মে, ২০২২ ১২:২৯

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম জানান, সকাল ৯টার দিকে কয়েকজন কিশোর মিলে দীঘলডাঙ্গি ব্রিজ এলাকার খড়খড়িয়া নদীতে নেমে টিকটক বানাচ্ছিল। একপর্যায়ে মোস্তাকিম নদীতে তলিয়ে গেলে বন্ধুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূর থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারীর সৈয়দপুরে টিকটক বানাতে গিয়ে নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রিজ এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ১৬ বছরের মোস্তাকিম ইসলাম খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে স্টেশন কর্মকর্তা খুরশিদ জানান, সকাল ৯টার দিকে কয়েকজন কিশোর মিলে দীঘলডাঙ্গি ব্রিজ এলাকার খড়খড়িয়া নদীতে নেমে টিকটক বানাচ্ছিল। একপর্যায়ে মোস্তাকিম নদীতে তলিয়ে গেলে বন্ধুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূর থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টেশন কর্মকর্তা বলেন, ‘ছেলেরা টিকটক বানানোর জন্য নদীতে খাড়াভাবে সাতাঁর কাটছিল।’

এ বিভাগের আরো খবর