ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি দায়ে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পৌর শহরের বড় বাজারে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ওই বাজারে অভিযানে যান।
তিনি বলেন, ‘বাজার তদারকি করতে গিয়ে পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’
তিনি জানান, দুই বিক্রেতার কাছ থেকে মোট ১২ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে ছিলেন আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রওনক জাহান ও পুলিশ সদস্যরা।
রওনক নিউজবাংলাকে জানান, রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা জলজ প্রাণী খেয়ে ফেলে। জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবৃদ্ধি ও বেচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করে।