পি কে হালদারকে ফেরাতে আন্তমন্ত্রণালয় বৈঠক করেছে সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে দুপুরে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, বৈঠকে স্বরাষ্ট্র, অর্থ, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদক, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পি কে হালদারের গ্রেপ্তারসহ তার যেসব বিষয় জানা যাচ্ছে, তার বিস্তারিত জানতে প্রয়োজনে আন্তমন্ত্রণালয় কমিটি ভারতের পশ্চিমবঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সাঈদ মাহবুব খান বলেন, ‘এটা এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়ের প্রথম বৈঠক। আন্তমন্ত্রণায় এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের যে প্রত্যাবর্তন ও প্রত্যাবাসন আইন আছে, তা ব্যবহার করে কীভাবে তাকে ফেরানো যায়, সে বিষয়ে আলোচনা হয়। এখানে দুদক একা নয়, তাকে বাংলাদেশে ফেরাতে বাংলাদেশের সকল বডি একসঙ্গে কাজ করবে।’
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে তারা ভারতের ইডির (আর্থিক অপরাধ শাখা) কাছ থেকে তথ্য নেয় যে পি কে হালদার আসলে ভারতে কত টাকা পাচার করেছেন।