খুলনা মহানগরীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি মধ্যবয়সী কোনো ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ। তার পরনে নেভি ব্লু রঙের প্যান্ট ও পোলো ব্র্যান্ডের টি-শার্ট ছিল।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের পাশে শিল্প পুলিশ ইউনিট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছিল। এ সময় শিল্প পুলিশের কয়েকজন কর্মকর্তা জমি মাপার কাজে ব্যস্ত ছিলেন। একজন পুলিশ সদস্য ওই অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’
তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।