কুষ্টিয়ার খোকসায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খোকসা বাসস্ট্যান্ডের পূর্বপাশে নিউ হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
২৫ বছরের মো. হিরনের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের সিংহরিয়া গ্রামে। তিনি ওই হাসপাতালের কর্মচারী ছিলেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ধারণা করা হচ্ছে, হাসপাতালের গেট বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন হিরন। অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।