সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই অসহনীয় যানজটে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।
বিজয় সরণিতে বুধবার মধ্যরাতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ এবং পরদিন সকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) চলাচলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোন সড়কে কেমন জট
মূলত দুই কারণে সকাল থেকে ভয়াবহ রূপ নেয় মহাখালী থেকে উত্তরা পর্যন্ত সড়কের যানজট। সকাল থেকে আড়াই ঘণ্টা সময় নিয়েও এই পথ পাড়ি দিতে পারেননি অনেকে। ঘণ্টাব্যাপী একই জায়গায় স্থবির হয়ে ছিল যানবাহনগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, মহাখালী থেকে শুরু হওয়া যানজট বিমানবন্দর পর্যন্ত গিয়ে ঠেকে।
অন্যদিকে বিজয় সরণি ফ্লাইওভার-তেজগাঁও শিল্প এলাকা-মগবাজার-রামপুরা-বাড্ডা-ফার্মগেট-কারওয়ান বাজার, রমনা এলাকাতেও দীর্ঘ যানজট দেখা যায়।
কী বলছেন যাত্রীরা
যানজটে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
প্রীতম সাহা নামের এক যাত্রী নিউজবাংলাকে বলেন, ‘আমি বনানী যাওয়ার উদ্দেশে খিলক্ষেত থেকে পৌনে ৯টায় বাসে উঠেছি। এক ঘণ্টা লেগেছে কুড়িল বিশ্বরোড পর্যন্ত আধাকিলোমিটার রাস্তা পার হতে। যানজটের এমন ভয়াবহ দৃশ্য আগে কখনও ফেস করিনি।’
মো. মাজফুক নামের এক যাত্রী বলেন, ‘আজকে এয়ারপোর্ট রোডে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। আমাদের গাড়ির স্টার্ট বন্ধ আধাঘণ্টা ধরে। গাড়ি ঘুরিয়ে বাসায় ফেরারও উপায় নেই।’
উত্তরা থেকে বনানীগামী চাকরিজীবী বিভূতিনাথ বলেন, ‘আমি আজকে সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিলাম। তবুও এয়ারপোর্ট থেকে র্যাডিসন হোটেল পর্যন্ত আসতে আমার দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে।’
একইভাবে ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও বিপাকে পড়েন। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারেননি। বাধ্য হয়ে অনেকটুকু পথ হেঁটে কেন্দ্রে পৌঁছান তারা।
মূল দুই কারণ
পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে বিজয় সরণি মোড়ে একটি কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষ হয়। অতিরিক্ত গতিতে দুটি যানই বিজয় সরণি মোড় অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাহনই রাস্তার মাঝে উল্টে যায়।
দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ট্রাফিক বিভাগ রেকার দিয়ে বাস ও কাভার্ড ভ্যানটি টেনে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের কাজে ব্যবহৃত ক্রেনের মাধ্যমে যান দুটিকে রাস্তার মাঝ থেকে সরানো হয়। রাত থেকে সকালের এই সময়ে বিজয় সরণি এলাকায় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়।
পুলিশ আরও জানায়, বিজয় সরণি এলাকায় ভিআইপি মুভমেন্টের কারণে বেশ কিছুক্ষণ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
পুলিশের ভাষ্য
ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার এস এম শামীম নিউজবাংলাকে বলেন, ‘রাতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। দুটিই ঠিক বিজয় সরণি মোড়ে উল্টে যায়। সকাল সোয়া ৯টার দিকে আমরা বাস আর কাভার্ড ভ্যানটিকে সরাতে সক্ষম হই।
‘এরপর আবার মাননীয় প্রধানমন্ত্রীর মুভমেন্ট ছিল। সব মিলিয়ে আজকে রাস্তায় একটু বেশি চাপ রয়েছে।’