নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে বুধবার রাত ১০টার দিকে তাদের নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার নাওতলা আল হেরা ইসলামী একাডেমির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার ২৫ বছরের ইকবাল হোসেন ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার ২০ বছরের সোহেল রানা।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
ওসি হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ১টি অ্যাপাচে আরটিআর ১৬০ ফোরভি ও ১টি হিরো স্পেলেন্ডার ১৩৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ সকালে তাদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন থানার উপপরিদর্শক জামাল হোসেন।
ওসি বলেন, ‘গ্রেপ্তার দুজন আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা চোরাই মোটরসাইকেল বিক্রি করেন।’