মুন্সীগঞ্জের গজারিয়ায় তরল সিমেন্ট বহনকারী মিক্সচারের গাড়ি থেমে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়ার ঘটনায় এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মিক্সচারের গাড়িটি ধাক্কা মারলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোর সবাই ভেতরে চাপা পড়েন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছরের আম্বিয়া খাতুনের বাড়ি কুমিল্লায়। আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের যাত্রীরা সবাই কুমিল্লা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঘটনাস্থলে সড়কের পাশে মাইক্রো থামিয়ে চালক প্রসাব করতে যান। এ সময় মিক্সচার গাড়িটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোটি সামনের গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে পুনরায় গাড়িটি মাইক্রোবাসকে চাপা দেয়।
এ ঘটনায় মাইক্রোর চার যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’