বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আব্বাসীকে গ্রেপ্তারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

  •    
  • ১৯ মে, ২০২২ ০১:২৫

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেইস দ্য পিপল’ নামের একটি চ্যানেলের টকশোতে স্বাধীনতাবিরোধীদের দোসর ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লাহ আব্বাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করেছে। এমন ন্যক্কারজনক রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এনায়েত উল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে হবে।”

বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে ‘রাষ্ট্রদ্রোহী’ বক্তব্য দেয়ার অপরাধে এনায়েত উল্লাহ আব্বাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

ওই সময় মঞ্চের নেতা-কর্মীরা তার কুশপুত্তলিকা পোড়ান।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার বিকেলে এ মানববন্ধন হয়।

মানববন্ধন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পেশকৃত ১১৬ জন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেইস দ্য পিপল’ নামের একটি চ্যানেলের টকশোতে স্বাধীনতাবিরোধীদের দোসর ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লাহ আব্বাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করা হয়েছে। এমন ন্যক্কারজনক রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এনায়েত উল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে হবে।”

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ্য অবমাননার মাধ্যমে আব্বাসী রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নীরবতা আমাদের ব্যথিত করেছে।

‘আব্বাসীর এত দিন কারাগারে থাকার কথা ছিল। সরকার এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যা অত্যন্ত দুঃখজনক।’

এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। মুক্তিযোদ্ধারা রাস্তায় নামলে একাত্তরের মতো আব্বাসী গংরা পাকিস্তানে পালিয়ে যাবে। আব্বাসী ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধারা তাকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে আব্বাসী প্রকাশ্য কটূক্তি ও সাম্প্রদায়িক উসকানি ছড়িয়েছে। সে দেশের বিভিন্ন জায়গায় হাদিসের অপব্যাখ্যা দিয়ে শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

‘সম্প্রতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে এনায়েত উল্লাহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় চরম আঘাত করেছেন, যা ক্ষমার অযোগ্য অপরাধ।

‘সরকারের কাছে দাবি, অবিলম্বে স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর ও ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লাহ আব্বাসীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এর মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে মুক্তিযুদ্ধ মঞ্চ।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর