বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নার্সদের বদলিতে শত কোটি টাকার ‘বাণিজ্য’, দুদককে তদন্তের নির্দেশ

  •    
  • ১৮ মে, ২০২২ ২১:৫৯

আইনজীবী হুমায়ুন কবির পল্লব নিউজবাংলাকে বলেন, ‘নার্স বদলি-বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় শত কোটি টাকা ফেরত চেয়ে আমরা রিট দায়ের করেছিলাম। আদালত শুনানি শেষে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ ঘটনার হোতা জামাল উদ্দিন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।’

দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের বদলি-বাণিজ্যে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই বদলি বাণিজ্যের হোতা হিসেবে অভিযুক্ত মো. জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

হুমায়ুন কবির পল্লব নিউজবাংলাকে বলেন, ‘নার্স বদলি-বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় শত কোটি টাকা ফেরত চেয়ে আমরা রিট দায়ের করেছিলাম। আদালত ওই রিটের শুনানি নিয়ে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ ঘটনার হোতা জামাল উদ্দিনসহ তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেয়া হয়েছে। ২৬ জুলাই দুদককে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।’

সরকারি হাসপাতালে নার্সদের বদলি বাণিজ্যের নামে শত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এবং টাকা ফেরত চেয়ে গত ১০ এপ্রিল রিট দায়ের করেন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষে সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।

রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সিন্ডিকেটের অভিযুক্ত মো. জামাল উদ্দিনকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের হাসপাতালগুলোতে হাজার হাজার নার্স কর্মরত আছেন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পেশাগতভাবে বদলি চাকরির একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই পেশাগত বদলি হয়ে উঠেছে নার্স পেশার একটি আতঙ্কের নাম। প্রত্যেক নার্সকে প্রতিবার বদলির জন্য গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। আর এই বদলি বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল সিন্ডিকেট। সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের আত্মীয়-স্বজন।

গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- এই তিন মাসে প্রায় চার হাজার নার্সকে বদলি করা হয়েছে। সেই বদলির মাধ্যমে সিন্ডিকেট প্রায় একশ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।

এ বিভাগের আরো খবর