খুলনায় জেলি পুশ করা ৬ হাজার ৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। ওজন বাড়ানোর জন্য এ ছলনার আশ্রয় নেয়া হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি। এ ঘটনায় দুই জনকে জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেল ৫টার দিকে এসব জানান কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন লাবিব উসামা আহমাদুল্লাহ।
তিনি বলেন, ‘রূপসা থানার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযানে চিংড়ি ভর্তি একটি ট্রাক জব্দ হয়। ট্রাক থেকে আটক করা হয় আব্দুর রহমান এবং মো. ফারুক গাজী নামে দুজনকে। পরে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে।
পরে তাদের তথ্যে এ ধরনের কারবারে জড়িত আরও তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে এক লাখ জরিমানা করা হয়। জব্দ চিংড়ি পুঁতে ফেলা হয় মাটিতে।