উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
গত ৮ মে থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তালুকদার আবদুল খালেক। এর আগে গত ৭ মে তীব্র জ্বর নিয়ে তাকে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) প্রকাশ চন্দ্র বলেন, ‘সিটি মেয়র আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশনসহ নানা সমস্যায় আক্রান্ত তিনি।’
মেয়রের স্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার নিউজবাংলাকে বলেন, ‘চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে। তার ভাইয়ের মেয়ে ও জামাই মেয়রের সঙ্গে যাচ্ছেন।’
২০১৮ সালের ১৫ মে দ্বিতীয়বার খুলনার মেয়র নির্বাচিত হন তালুকদার আবদুল খালেক। এর আগে তিনি চারবার বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।