চার অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তাকে পদন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে কর্মকর্তাদের চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এদের মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন পেয়েছেন খাদ্য সচিবের দায়িত্ব। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব।
পদোন্নতি পেয়ে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। আর জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।
এ ছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে পাঁচ সচিব পদমর্যাদার কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে বদলি করার কথাও জানানো হয়েছে।
এদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে নতুন করে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা এ বি এম আমিন উল্লাহ নুরীকে সচিব করে আনা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। আর পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালকে দেয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে করা হয়েছে রাজউকের চেয়ারম্যান।