মেডিক্যাল রিপোর্ট দেখার আগেই মেডিক্যাল গ্রাউন্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন দেয়ার ঘটনাকে ‘ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মত’ ব্যাপার বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।
বিচারিক আদালতে সম্রাটের জামিনের আদেশের বিরুদ্ধে এদিন হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালত জামিন বাতিল করে তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক। সম্রাটের পক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী।
আদেশের আগে হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘অসুস্থ হলে সে গ্রাউন্ডে কেউ জামিন পেতেই পারেন। বিচারিক আদালত ৯ জুন সম্রাটের শারীরিক অবস্থার মেডিক্যাল রিপোর্ট চেয়েছে, কিন্তু সে রিপোর্ট না দেখেই ২০২০-২১ সালের রিপোর্ট দেখে গত ১১ মে মেডিক্যাল গ্রাউন্ডে সম্রাটকে জামিন দেয়া হলো। মেডিক্যাল রিপোর্ট না দেখেই তাকে জামিন দেয়া তো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মত হয়ে গেল।’
এরপর হাইকোর্ট বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশের সঙ্গে সঙ্গে মেডিক্যাল রিপোর্ট দেখে আদালতকে বিষয়টি বিবেচনা করতে বলে।
‘ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়া’- প্রবাদের অর্থ হলো উল্টো কাজ। ঘোড়ার গাড়িতে ঘোড়া থাকবে আগে, গাড়ি থাকবে পেছনে এবং ঘোড়া গাড়িটাকে টানবে। এটাই নিয়ম।
গত ১১ মে সম্রাটকে জামিন দেন ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। দুদকের ওই মামলায় জামিনের ফেলে তার বিরুদ্ধে থাকা চার মামলাতেই জামিন পান তিনি।
ওইদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট। তিনি এখনো এই হাসপাতালে চিকিৎসাধীন।
দুদকের মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন।
২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দেন দুদকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।