বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

  •    
  • ১৮ মে, ২০২২ ১৩:০৬

২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে দুই বছর বয়সী আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করা হয়। নুরুল সে সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। আরাফের পরিবার তার বাসায় ভাড়া থাকত।

চট্টগ্রামের বাকলিয়ায় পানির ট্যাংকে ফেলে শিশু হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত বুধবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন নাজমা বেগম ও তার ছেলে মো. হাসান ও মো. ফরিদ। তাদের মধ্যে হাসান জামিনে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রবীর কুমার ভট্টাচার্য নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে দুই বছর বয়সী আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করা হয়। নুরুল সে সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। আরাফের পরিবার তার বাসায় ভাড়া থাকত।

এ ঘটনায় ৮ জুন আরাফের বাবা বাকলিয়া থানায় হত্যা মামলা করেন।

এই মামলায় পুলিশ প্রথমে নাজমাকে গ্রেপ্তার করেন। নাজমাও নুরুলের বাসায় ভাড়া থাকতেন। তার ছেলে ওই বাড়ির দারোয়ান ছিলেন।

পুলিশ তার জবানবন্দির বরাতে জানায়, বাকলিয়া ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী আছুর অনুসারী ফরিদ নুরুলকে ফাঁসাতে ২০ হাজার টাকার লোভ দেখায়। এই টাকার বিনিময়ে কোনো ভাড়াটিয়ার সন্তানকে হত্যার কথা বলেন।

ফরিদ নুরুলের নির্বাচনি প্রচারে হামলা মামলার আসামি ছিলেন। আসামি করায় নুরুলের প্রতি তার ক্ষোভ ছিল।

নাজমা তার ছেলে হাসানকে সঙ্গে নিয়ে শিশুটিকে ছাদে নিয়ে হত্যা করে পানির ট্যাংকে ফেলে দেয়। ঋণগ্রস্ত হয়ে পড়ায় নাজমা এই কাজ করেছেন বলে স্বীকারোক্তিতে বলেন।

আইনজীবী প্রবীর বলেন, ‘এই মামলায় ৩০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। দুই পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে।’

রায়ের প্রতিক্রিয়ায় শিশুটির বাবা নিউজবাংলাকে বলেন, ‘এই রায়ে আমরা খুশি। অন্যের প্রতিহিংসার বলি হতে হয়েছে আমার আরাফকে। আমরা চাই, এই রায় দ্রুত কার্যকর হোক।’

এ বিভাগের আরো খবর