সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু ও নারী নিহত হয়েছেন।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সংযোগ সড়কের মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় বুধবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার বনবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রাবেয়া সুলতানা ও কড্ডার মোড় গ্রামের নাজমুল হোসেনের শিশুকন্যা ছয় বছরের আয়শা সিদ্দিকা।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন ভ্যানচালক। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। দুর্ঘটনার পর পরই গাড়ি নিয়ে সটকে পড়েন তিনি। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।