চাকা মেরামত করার সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় বগুড়ার শেরপুরে চালকের সহকারী নিহত হয়েছেন।
উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সুমন হোসেন।
নিহত ৩০ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বানী-উল-আলম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে শেরপুরের মহিপুর এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। সেই চাকা ঠিক করতে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কাজ করছিলেন আলমগীর।
এ সময় ঠাকুরগাঁওগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যান।
পুলিশ পরিদর্শক বানী-উল-আলম বলেন, ‘মরদেহ পুলিশের হেফাজতে আছে। আইন মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’