বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লা সিটি নির্বাচন: মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা

  •    
  • ১৭ মে, ২০২২ ২৩:৪৮

আওয়ামী লীগের দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘দল মনোনয়ন দিয়েছে। আজ কুমিল্লা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছি। বিগত সময়ের চেয়ে মহানগর আওয়ামী লীগ এখন আরও আরও বেশি ঐক্যবদ্ধ। তাই নৌকা এখানে বিজয়ী হবে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন মিলে মোট ছয়জন মেয়র প্রার্থী শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘মেয়র ছাড়াও কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে ১২০ জন প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।’

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে ১৯ মে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে। মনোনয়ন প্রত্যাহার ২৬ মে এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুমিল্লা চেম্বার অফ কর্মাসের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, কেন্দ্রীয় বিএনপির সদস্য (অব্যহতিপ্রাপ্ত) ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, নগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার পর আওয়ামী লীগের দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘দল মনোনয়ন দিয়েছে। আজ কুমিল্লা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছি। বিগত সময়ের চেয়ে মহানগর আওয়ামী লীগ এখন আরও আরও বেশি ঐক্যবদ্ধ। তাই নৌকা এখানে বিজয়ী হবে।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচন সমন্বয়ক জসিম উদ্দিন আহমেদ।

বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনকে আধুনিক ও যুগোপযোগী করতে ইমরান খান প্রার্থী হয়েছেন।’

দলের প্রার্থীর পক্ষে না থেকে বিদ্রোহী হয়ে নির্বাচন করার বিষয়ে জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে দলীয় পরিচয় নয়, মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।’

বেলা ১২টায় মনিরুল হক সাক্কুর প্রতিনিধি হিসেবে তার ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু মনোনয়নপত্র জমা দেন। সাক্কুর জনপ্রিয়তা এবং অসমপ্ত কাজগুলো সমাপ্ত করতেই নগরবাসী তাকে আবার বিজয়ী করবে বলে মনে করেন রিংকু।

দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন নগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

দল নির্বাচনে যায়নি তবুও নির্বাচন করবেন কেন, এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘মূলত আমি একটি স্মার্ট সিটি গড়তে চাই। যেখানে নগরীর সব সুবিধা পাবেন নগরবাসী। এ ছাড়া জাতীয়তাবাদী দল মহানগরের অনেক নেতাকর্মী রয়েছেন, যারা উনার (মনিরুল হক সাক্কু) মামলা ও কারাবরণের শিকার। মনিরুল হক সাক্কু মূলত আওয়ামী লীগের মদদপুষ্ট প্রার্থী। কুমিল্লাবাসী সবাই জানে।’

কুমিল্লায় আওয়ামী লীগের দুজন ও বিএনপির দুই প্রার্থী মনোনয়ন জমা দেয়াকে ঘিরে নগরজুড়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত সবাই নির্বাচন করবেন, নাকি মাঝপথে কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন তা দেখার অপেক্ষায় সিটির জনগণ।

এ বিভাগের আরো খবর