বিষাক্ত ইনজেকশন পুশ করে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যশোরের এক নারীর বিরুদ্ধে। বলা হচ্ছে, যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার সময় হাতেনাতে ধরা পড়েছেন ওই নারী।
হত্যাচেষ্টার শিকার ৪৫ বছর বয়সী ব্যক্তির নাম নূর ইসলাম। তার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও হাসপাতালের দায়িত্বরত সেবিকারা জানান, নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার সময় তার প্রথম স্ত্রী জয়গুন নেসা একটি ওষুধের শিশি থেকে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ নিয়ে হাতের ক্যানোলার মধ্যে পুশ করার চেষ্টা চালান।
এ সময় পাশের বেডের রোগীর স্বজনদের বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে সেবিকাদের খবর দিলে তারা হাতেনাতে জয়গুন নেসাকে ধরে ফেলেন।
পরে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দিলে তাকে আটক করা হয়।
পুলিশ ও সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে ওই নারী দোষ স্বীকার করেন। তিনি জানান, ঝিকরগাছার একটি দোকান থেকে বিষাক্ত ওই ওষুধ গোপনে কিনে হাসপাতালে নিয়ে এসেছিলেন। পরে সেটি স্বামীর শরীরে কৌশলে পুশ করে হত্যার চেষ্টা চালান।
স্বামী নূর ইসলাম দ্বিতীয় বিয়ে করায় সংসারে কলহ লেগে থাকতো। এজন্য জয়গুন তার স্বামী নূর ইসলামকে হত্যার পরিকল্পনা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘জয়গুন নামে এক নারীকে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’