মামলার বরাতে ওসি জানান, অভিযোগ করা নারী সোমবার রাত ১০টার দিকে নিজের ছাগল খুঁজতে বাড়ি থেকে বের হন। সে সময় তাকে ধর্ষণ করেন মোস্তফা।
বাগেরহাটের ফকিরহাটে গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক গৃহবধূ।
ফকিরহাট মডেল থানায় মঙ্গলবার দুপুরে ওই নারী মামলা করেছেন বলে জানান ওসি মুহাম্মদ আলিমুজ্জামান।
আসামি মোস্তফা শেখের বাড়ি ঘনশ্যামপুর গ্রামে। তিনি ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নে গ্রামপুলিশ হিসাবে কর্মরত।
মামলার বরাতে ওসি জানান, অভিযোগ করা নারী সোমবার রাত ১০টার দিকে নিজের ছাগল খুঁজতে বাড়ি থেকে বের হন। সে সময় তাকে ধর্ষণ করেন মোস্তফা। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মোস্তফা পালিয়ে যান।
ওসি আরও জানান, বাদীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।