পদ্মা সেতুর নাম যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে না হয়, তাহলে তার সঙ্গে অন্যায় করা হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘সারাদেশের সর্বস্তরের মানুষ চায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করা হোক, আমিও সেই দাবি জাতীয় সংসদে করেছি। আজকেও সে দাবি জানাচ্ছি। কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ জানানো হবে বলে উল্লেখ করেন কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা, দৃঢ়তা, দূরদর্শীতা এবং দক্ষ নেতৃত্বে পদ্মা সেতু আজ দৃশ্যমান।’
পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা, আপনারা অধৈর্য হবেন না।’
গত ৪৭ বছরে বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক ও জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘সামনের দিনগুলোতে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে, দেশের মানুষ তার সঙ্গে আছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শাহজান খান, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।