বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাউয়ের ক্ষেতে শিশুর মরদেহ 

  •    
  • ১৭ মে, ২০২২ ১২:৪৭

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে শিশুকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শিশুর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

বগুড়ার শাজাহানপুরে লাউয়ের ক্ষেত থেকে এক ছেলেশিশুর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মানিকদিপা উত্তরপাড়া বটতলা এলাকা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৮ বছর হবে বলে ধারণা পুলিশের। তার পরণে পাঞ্জাবি ছিল।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মরদেহ ক্ষেতে শোয়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শিশুর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

মানিকদিপা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে গ্রামের কয়েকজন কৃষক জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় হাফিজারের লাউয়ের ক্ষেতে ওই শিশুর মরদেহ দেখতে পায়। পরে থানা-পুলিশে খবর দেয়া হয়।

গত ১৪ এপ্রিল উপজেলার গণ্ডগ্রামের হিন্দুপাড়ার বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয়ের তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরো খবর