চাঁদপুরের হাজীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার পৌর এলাকার হকার্স মার্কেট এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মার্কেটের বকুলতলা রোডে নির্মিত নতুন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তারা প্রাণ হারান।
৩৮ বছরের সহোদর গোলাম রাব্বানী ও তার ভাই ২৭ বছরের মহন আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শুখানদীঘি গ্রামে। তাদের বাবার নাম সাজেমান আলী।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল আলম।
অন্য শ্রমিকদের বরাতে তিনি জানান, প্রথমে ছোট ভাই মোহন আলী ট্যাংকিতে নামেন। কিন্তু অক্সিজেন সংকটে পড়ে তিনি উঠতে পারেননি। তাকে বাঁচাতে নেমে বড় ভাইও অক্সিজেন সংকটে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গোলাম মাওলা তাদের মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের মতো আজও দুই ভাই ভবনের কাজ করতে আসে। প্রথমে ছোট ভাই ট্যাংকিতে কাজ করতে নামেন। তিনি উটতে না পাওয়ায় বড় ভাইও নামেন। বড় ভাই রাব্বানী কন্ট্রাকটর হিসেবে ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, ‘দুই ভাইয়ের মরদেহের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।’