বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালে ভাসছিল যুবকের মরদেহ

  •    
  • ১৭ মে, ২০২২ ১১:২৭

রায়পুর থানার ওসি শিপন বলেন, ‘খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে হান্নানের মৃত্যু হয়েছে না কি অন্য কোনো ঘটনা আছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

লক্ষ্মীপুরের রায়পুরের একটি খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার খাল্লার পুল এলাকা থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

৩০ বছরের ওই যুবকের নাম আব্দুল হান্নান। তার বাড়ি রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকায়। তিনি স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন হান্নান। মঙ্গলবার সকালে নাজির আলীর বাড়ির সামনের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে তা হান্নানের বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।

হান্নানের বোন আনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন থেকে হান্নান মৃগী রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে তার বাড়িতে খাওয়ার পর নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে তার মৃত্যুর খবর পান তারা।

কেউ তাকে মেরে খালে ফেলে দিয়েছে বলে ধারণা করছে হান্নানের পরিবার। এর সুষ্ঠু তদন্ত করে বিচার চান তারা।

ওসি শিপন বলেন, ‘খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে হান্নানের মৃত্যু হয়েছে না কি অন্য কোনো ঘটনা আছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর