বরিশাল বিভাগের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রভাবে নদীর পানি বেড়ে গেছে। তবে এই পানি কমলে নদীভাঙনের আশঙ্কা করা হচ্ছে।
বরিশাল পাউবোর সার্ভেয়ার আহসান আলম নিউজবাংলাকে জানান, ভোলার খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার, দৌলতখান উপজেলায় সুরমা ও মেঘনা নদীর পানি ৩ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৪১ সেন্টিমিটার, বরগুনা জেলা সদরের বিষখালী নদীর পানি ৭ সেন্টিমিটার এবং পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীর পানি ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বর্ষা মৌসুমে বিভাগের ২৩টি নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে পাউবো। এখন গুরুত্বপূর্ণ ৯টি নদীর পানি পর্যবেক্ষণে রাখা হয়েছে।