বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মিলন নামে এক চাতাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মহিপুর পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, মহিপুর এলাকার একটি চাতালে এক নারী শ্রমিক হিসেবে ধান শুকানোর কাজ করেন। কাজের সময় তার শিশুকে চাতালে রাখেন।
দুপুরে শিশুটি পাশের মিলনের চাতালে একটি চৌবাচ্চায় গোসল করতে যায়। এ সময় ওই শিশুটিকে বাসার ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন।
এদিকে অনেকক্ষণ না পেয়ে শিশুটিকে খুঁজতে শুরু করেন তার মা ও নানি। একপর্যায়ে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন তারা। পরে তার কাছে ঘটনা শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিকেল ৫টার দিকে শেরপুর থানার এএসআই শাহাদত হোসেন ওই এলাকায় এসে মিলনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর ওই শিশুটির মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হবে।