সিলেট সদরে ঝড়ের কবলে পড়ে বিলে ডু্বে যাওয়া নৌকার এক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরেকজন।
উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও এলাকায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি। তবে নৌকাডুবি হয়েছে রোববার রাত ১০টার দিকে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত যুবকের নাম আছকন্দর আলী; তার বাড়ি সদর উপজেলার পুটামারা গ্রামে। নিখোঁজ রয়েছেন একই ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের রেজাখ আলী।
জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের বরাত দিয়ে ওসি জানান, বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রোববার রাতে নৌকায় করে বিলের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন আছকন্দর, রেজাখসহ কয়েকজন। ঝড়ের কবলে পড়ে বিলের মাঝামাঝি জায়গায় নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ওই দুজন।
ওসি আরও জানান, সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের খুঁজতে নামে। বিকেলের দিকে আছকন্দরের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ। রেজাখকে খুঁজে পেতে চেষ্টা চলছে।