খুলনার কয়রায় আইসক্রিম কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামে সোমবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ১২ বছর বয়সী ছেলেটির নাম প্যারিস চন্দ্র গাইন। সে ওই গ্রামের কুলিন চন্দ্র গাইনের ছেলে; পড়ত শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে।
নিউজবাংলাকে কয়রা থানার তদন্ত পরিদর্শক মো. ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
কুলিন চন্দ্র বলেন, ‘আমার ছেলে আইসক্রিম কেনার জন্য স্থানীয় তাইজুল ইসলামের দোকানে যায়। দোকানে কাউকে খুঁজে না পেয়ে সে আইসক্রিম রাখা ফ্রিজের কাছে যায়। ফ্রিজে হাত দিতে গিয়ে কোনোভাবে সেখানে সে বিদ্যুতায়িত হয়।’
তিনি জানান, পরে স্থানীয়রা তাকে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার পরিদর্শক ইব্রাহীম আলী বলেন, ‘ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’