কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত।
মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচজন নেতা ক্ষমতাসীন দলের প্রার্থী রিফাতের পক্ষে সোমবার দুপুরে মনোনয়নপত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেন।
মেয়র প্রার্থী রিফাত মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন নেতারা।
সোমবার দুপুরে দুটি গাড়িতে করে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহঙ্গীর, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার মজুমদার।
এ সময় তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিফাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখনও জয় পায়নি আওয়ামী লীগ। টানা দ্বিতীয় জয়ে কুমিল্লা নগরী নিজের দখলে রাখেন মনিরুল হক সাক্কু। ২০০৫ সালের পৌরসভার শেষ নির্বাচনেও বিএনপির এ নেতার কাছে পরাজয় বরণ করে ক্ষমতাসীন দলটি।
জয়হীন নগরীতে এবার মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে বেছে নেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে।
এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মোট ১৪ জন, যাদের মধ্যে ছিলেন গতবারের পরাজিত প্রার্থী সীমাও। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সিটি করপোরেশনে ভোট করতে তিনি এই পদ ছাড়তে প্রস্তুত ছিলেন।
মনোনয়ন পাওয়া রিফাত কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এখন পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুজন, জাতীয় পার্টির একজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন, নাগরিক ফোরাম সংগঠনের স্বতন্ত্র প্রার্থী একজন রয়েছেন। মোট ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১৭ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মে।