ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, পাবনা সদরের বালিয়াহালট এলাকায় মিটি ট্রেডার্সের গুদামে ঈদের আগে কেনা বোতলজাত ৪ হাজার ৬৪৬ লিটার সয়াবিন ও ৪০০ লিটার পাম অয়েল পাওয়া যায়।
পাবনার রাধানগরে অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, পাবনা সদরের বালিয়াহালট এলাকায় মিটি ট্রেডার্সের গুদামে ঈদের আগে কেনা বোতলজাত ৪ হাজার ৬৪৬ লিটার সয়াবিন ও ৪০০ লিটার পাম অয়েল পাওয়া যায়।
প্রতিশ্রুতি অনুযায়ী তেল বিক্রি না করার অপরাধে মিটি ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বোতলজাত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।