কুষ্টিয়ার ভেড়ামারায় কুপিয়ে এক যুবকের পা বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার বাস স্ট্যান্ডসংলগ্ন রেল লাইনে দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন কুপিয়ে ফেলে যায় রিপনকে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত রিপন চাঁদগ্রামের নুরুজ্জামানের ছেলে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার এনামুল মন্ডল নিউজবাংলাকে বলেন, ‘রিপন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভেড়ামারায় শপিং করতে যান। এসময় সন্ত্রাসীরা তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।’
তিনি আরও বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি চাঁদগ্রামে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। তারপর জাসদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। তার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।’
ওসি বলেন, ‘ধারালো অস্ত্রের কোপে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার করে তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’