নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে সোমবার বিকেলে খালিয়াজুরী থানায় এ মামলা করেন। মামলায় চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
ওসি জানান, মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। তবে বাদী তাদের প্রতিবেশী ইউসুফ মোল্লা, সুলতান মোল্লাসহ চার-পাঁচজনের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেছেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তারা এ ঘটনা ঘটাতে পারেন।ওসি বলেন, ‘তদন্তের পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
রোববার সকালে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে শিশু হত্যার এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাহেদা আক্তার। সে কুতুবপুর গ্রামের দিলু মিয়ার মেয়ে।
ওসি মজিবুর রহমান শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রোববার সকালে শিশুটি তাদের বসতঘরে ঘুমিয়েছিল। আর তার মা-বাবা কাজ করতে বাড়ির বাইরে গিয়েছিলেন। সকাল ৬টার দিকে স্থানীয়রা বাড়ির পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
ঘটনার পর থেকে ইউসুফ মোল্লা ও সুলতান মোল্লার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।