বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকস্থলীতে ইয়াবা নিয়ে বিমানবন্দরে ঘুরছিলেন মাসুদ

  •    
  • ১৬ মে, ২০২২ ১৩:১২

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, মাসুদ বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার পাকস্থলীতে ইয়াবা আছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা নিয়ে ঘোরাঘুরির সময় একজনকে আটক করা হয়েছে।

রোববার রাত পৌনে ১২টার দিকে বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক যুবকের নাম মো. মাসুদ। বাড়ি চাঁদপুর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাসুদ বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার পাকস্থলীতে ইয়াবা আছে।

‘পরবর্তী সময়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি চার হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করে দেন। ইয়াবাগুলো মাসুদ অন্য কাউকে দিতে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর