গাজীপুরের টঙ্গী থেকে নিজেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ।
টঙ্গীর আউচপাড়া সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি রোড থেকে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
২০ বছর বয়সী আটক মো. আরিফের বাড়ি হবিগঞ্জের মজলিশপুর গ্রামে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় আরিফকে সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি রোড থেকে আটক করা হয়। তিনি নিজেকে পিবিআই সদস্য পরিচয় দিলেও তার ব্যাচ, বিপি নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়নি।
ওসি বলেন, ‘আরিফের কাছ থেকে পিবিআই লেখা জ্যাকেট, বাংলাদেশ পুলিশের নাম ও লোগোওয়ালা মাস্ক এবং পুলিশের বিভিন্ন প্রতীক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’