কক্সবাজারের টেকনাফে ইয়াবার কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত নুরুল হক ভুট্টু তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় রোববার সন্ধ্যায় এই হামলা হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।
নিহত নুরুলের বাড়ি নাজিরপাড়ায়। এ ঘটনায় আব্দুর শুক্কুর নামে আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মাদক বিক্রির পাওনা টাকা আদায়ে এক পক্ষের সঙ্গে সাবরাংয়ে বৈঠকে বসেছিলেন নুরুল। সেখানে মীমাংসা না হওয়ায় দুই পক্ষ গাড়িতে করে সদর ইউনিয়নের নাজিরপাড়ায় ফিরছিল। পথে অপর পক্ষের ইয়াবা কারবারি মৌলভীপাড়ার মো. একরাম ও আব্দুর রহমান নুরুল এবং তার সহযোগী শুক্কুরকে গাড়ি থেকে নামিয়ে দেন। সহযোগীদের নিয়ে ওই দুজনকে তারা মারধর করেন। একপর্যায়ে নুরুলের ডান পা কেটে দেন।
স্থানীয়রা নুরুল ও শুক্কুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসকরা নুরুলকে সদর হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নুরুলের চাচাতো ভাই ও সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে একরাম ও আব্দুর রহমানরা টার্গেট করে রাখছে। আজ গতিরোধ করে হত্যা করল। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে নুরুলের মৃত্যু হয়েছে।’
ওসি হাফিজুর নিউজবাংলাকে বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, এটি মাদকের টাকার লেনদেন নিয়ে হামলা। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’