বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ফেইক পেজে’ আপত্তিকর স্ট্যাটাস, নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

  •    
  • ১৫ মে, ২০২২ ২১:১৩

নুর বলেন, ‘যে পেজ থেকে স্ট্যাটাস দেয়ার কথা বলা হচ্ছে সেটি ফেইক। আমার অরজিনাল পেজে ১৩ লাখের ওপর ফলোয়ার। আর সেই ফেইক পেজের ফলোয়ার ১ লাখ ৭৫ হাজারের মতো। এটি আমার নামে একটি ফেইক পেজ। এটা নিয়ে আমি একাধিকবার পোস্টও দিয়েছি।’

ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে। তবে নুর দাবি করেছেন, যে পেজ থেকে ওই স্ট্যাটাস দেয়া হয়েছে, সেটি তিনি চালান না। তার নামে ফেইক পেজ খোলা হয়েছে।

রোববার বিকেলে ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ শাহবাগ থানায় এই অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল, শনিবার রাত ১০টার সময় তিনি বাসায় বসে নুরের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি দেখতে পান।

স্ট্যাটাসটি ছিল এ রকম, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কী অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’

বঙ্গবন্ধুকে নিয়ে এরূপ বাজে মন্তব্য রাষ্ট্রের জন্য চরম মানহানিকর উল্লেখ করে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়।

তবে অভিযোগের বিষয়ে নুর বলেন, ‘যে পেজ থেকে স্ট্যাটাস দেয়ার কথা বলা হচ্ছে সেটি ফেইক। আমার অরজিনাল পেইজে ১৩ লাখের ওপর ফলোয়ার। আর সেই ফেইক পেজের ফলোয়ার ১ লাখ ৭৫ হাজারের মতো।

‘এটি আমার নামে একটি ফেইক পেজ। এটা নিয়ে আমি একাধিকবার পোস্টও দিয়েছি।’

সেই পোস্টের ভাষা আপত্তিকর বলছেন নুর নিজেও। বলেন, ‘আমিও চাই, সেই পেজটি যারা চালায় এবং এই পোস্ট যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।’

নুর কট্টর সরকারবিরোধী অবস্থানে আছেন। তার রাজনৈতিক জীবনের শুরু ছিল আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ দিয়ে। তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হল কমিটির নেতা ছিলেন। তবে পরে ছাত্রলীগের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় সরকারি চাকরিতে কোটা ইস্যুতে।

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে যে আন্দোলন গড়ে ওঠে, তাতে অংশ নেন নুরও। আর নানা সময় ছাত্রলীগ তার ওপর হামলা করেছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার পর পরিষদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে নুর ভিপি নির্বাচিত হন।

সংসদের মেয়াদ শেষ হওয়ার কয়েক বছরের মাথায় নুর গঠন করেছেন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। তিনি নিজে হয়েছেন সদস্যসচিব। আহ্বায়ক পদ দেয়া হয়েছে গণফোরাম থেকে বাদ পড়া রেজা কিবরিয়াকে, যিনি আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ স ম কিবরিয়ার ছেলে।

এ বিভাগের আরো খবর