আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার দুই শিশুকে যশোর শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে মাকে সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে আদালত এ আদেশ দেয়।
এর আগে সকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন থেকে ওই দুই শিশু ও একজনের মাকে গ্রেপ্তার করা হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে সাতক্ষীরা আদালতের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, রোববার বিকেলে শিশু দুটিকে শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম জি আজমের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাদের যশোরের পুলেরহাটের শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন।
তিনি জানান, সাতক্ষীরা আদালতের বিচারিক হাকিম মো. সালাউদ্দীনের আদালতে শিশুর মায়ের জামিনের আবেদন করা হয়। আদালত জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। একই সঙ্গে মেয়েশিশুটির মেডিক্যাল পরীক্ষা করার আদেশ দেন বিচারিক হাকিম।
এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুর বাবা অভিযুক্ত দুই শিশু ও তাদের একজনের মায়ের নামে মামলা করেন।
শিশুর বাবার বরাতে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। প্রতিবেশী দুই শিশু এ ঘটনা ঘটিয়েছে।
তবে গ্রেপ্তার এক শিশুর বাবা দাবি করেছেন, জমিজমাসহ নানা বিষয় নিয়ে ওই মেয়েশিশুর বাবার সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল। তাই ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলে, ভাতিজা ও স্ত্রীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।