বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্ক পিছু ছাড়ছে না সিলেটের মেয়রের

  •    
  • ১৫ মে, ২০২২ ১৬:৪৫

২০১৮ সালের আগস্টে সিলেট সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন আরিফুল হক। সে রাতে পূর্ববিরোধের জেরে মেয়রের বাসার সামনেই খুন হন মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। এ ঘটনায় রকিবকে প্রধান আসামি করে মামলা করে পরিবার। তবে গ্রেপ্তার এড়াতে ছাত্রদল নেতা রকিব পালিয়ে লন্ডন চলে যান।

বিতর্ক পিছুই ছাড়ছে না সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। সম্প্রতি সিলেটে এক ভ্যানচালককে বেত্রাঘাত করে সমালোচিত হন তিনি।

এই রেশ না কাটতেই এবার লন্ডনে হত্যা মামলার এক আসামির সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ দেখা গেছে মেয়র আরিফকে।

আরিফুল হক ব্যক্তিগত সফরে গত ৮ মে লন্ডন যান। সেখানে তার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ফেসবুকে শেয়ার করছেন তার অনুসারীরা। এ রকম কিছু ছবিতে মেয়র আরিফকে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যা মামলার পলাতক প্রধান আসামি আব্দুর রকিব চৌধুরীর সঙ্গে দেখা গেছে।

রকিব সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আর মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ছিলেন রাজু।

২০১৮ সালের আগস্টে সিলেট সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন আরিফুল হক। সে রাতে পূর্ববিরোধের জেরে মেয়রের বাসার সামনেই খুন হন মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। এ ঘটনায় রকিবকে প্রধান আসামি করে মামলা করে পরিবার। তবে গ্রেপ্তার এড়াতে ছাত্রদল নেতা রকিব পালিয়ে লন্ডন চলে যান।

লন্ডনে গিয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মেয়র আরিফের হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার কল ও মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি।

তবে এমন কাণ্ডের নিন্দা জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন নিউজবাংলাকে বলেন, এটা খুবই গর্হিত কাজ হয়েছে। সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। জনপ্রতিনিধিদের আরও বেশি থাকা উচিত।

তবে এ রকম কিছু শোনেননি জানিয়ে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী নিউজবাংলাকে বলেন, উনি ব্যক্তিগত সফরে লন্ডনে গেছেন। ফলে সেখানে তিনি কী করছেন তা আমাদের জানার কথা নয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রকিবসহ কয়েকজন লন্ডনে মেয়র আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আরেকটি ছবিতে রকিবের সঙ্গে একই গাড়িতে দেখা গেছে মেয়র আরিফকে।

মেয়রের এই ছবিগুলো দেখে ক্ষোভ প্রকাশ করে রাজু হত্যা মামলার বাদী ও নিহতের চাচা দবির আলী বলেন, ‘আমরা বিভিন্ন সময় প্রধান আসামি রকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছি। অথচ মেয়র সেখানে গিয়ে তার সঙ্গে ছবি ওঠাচ্ছেন, যা খুবই দুঃখজনক।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে রাজু হত্যা মামলায় ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় নেতা রকিব, দেলোয়ারসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মেয়র আরিফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রকিবের নির্দেশে রাজুকে খুন করা হয় বলে অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করে। এ মামলায় আসামিদের মধ্যে দেলোয়ারসহ তিনজন কারাগারে। তবে বাকি ২৩ আসামি পলাতক।

রোববার মেয়র আরিফের দেশে ফেরার কথা রয়েছে বলে সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল সড়কে ভ্যান দাঁড় করিয়ে রাখার অভিযোগে এক ভ্যানচালককে বেত দিয়ে পেটানোর অভিযোগ ওঠে মেয়র আরিফের বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যদিও মেয়রের দাবি, তিনি বেত্রাঘাত করেননি। ভয় দেখিয়েছেন কেবল।

এ বিভাগের আরো খবর