বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলের দালালদের নিয়ে শঙ্কা নজরুলের

  •    
  • ১৫ মে, ২০২২ ১৫:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দানে দেখবেন, অনেকেই নতুন যুক্ত হবে, অনেকেই ঝরে যাবে। অনেকেই দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। আবার অনেকেই লোভে পড়বে।’

সরকার পতনে বিএনপির আন্দোলনে অনেকেই দালালি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘লড়াইয়ের ময়দানে অনেকেই দালালি করবে।’

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুর মতীনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দানে দেখবেন, অনেকেই নতুন যুক্ত হবে, অনেকেই ঝরে যাবে। অনেকেই দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। আবার অনেকেই লোভে পড়বে। তারপরে যারা সাচ্চা গণতান্ত্রিক, জনগণের পক্ষের শক্তি- তারা অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট সৎ, নিষ্ঠাবান, সংগ্রামী, গণতান্ত্রিক এবং জনগণের পক্ষের মানুষগুলোকে নিয়ে হবে সংগ্রাম। তারা একসঙ্গে দেশ চালাবে।’

লড়াইয়ের ময়দান নির্ধারণ করবে কে কত বড় বীর— এ মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘জান দিতে হবে প্রয়োজনে। গুলি খেতে হবে এবং মার খেতে হবে। পিছিয়ে যাওয়া চলবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘লড়াই ও সংগ্রামের মাধ্যমে সরকারকে অপসারণ ছাড়া আর কোনো পথ নাই। আলোচনা করে এবং যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারবেন না। কারণ তারা জানে যে, জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। আর ভবিষ্যতে যদি নির্বাচন হয় তাহলেও তারা ক্ষমতায় আসতে পারবে না।’

বিএনপির নেতাদের সব পদত্যাগ করা উচিত— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব— আপনারা ২১ বছর ক্ষমতার বাইরে ছিলেন। সবাই কি পদত্যাগ করেছিল? উনি পদত্যাগ করার বলার কে? ২১ বছরে যারা পারে নাই তারা ১৩ বছর নিয়ে সমালোচনা করতে পারে? আপনি ২২ বছর পরে বলবেন, আমরা ২১ বছরে পেরেছি। আপনারা ২২ বছরে পারেন নাই।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

এ বিভাগের আরো খবর