লালমনিরহাটে ভুট্টাক্ষেতে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি এলাকায় রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারজিনা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ত।
তার বাবা আব্দুর রহমান জানান, বিকেলে বৃষ্টি হয়। এ সময় ফারজিনাকে ঘরে গরু আনার জন্য বললে সে ভুট্টা ক্ষেতে গরু আনতে যায়। কিন্তু পরে আর ফিরে আসেনি।
তিনি বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করেও আর মেয়েকে পাইনি। আজকে তার মরদেহ পাওয়া গেল। আমার মেয়ের আগে থেকে মৃগী রোগ ছিল। কীভাবে মারা গেল বুঝতে পারতেছি না।’
ওসি ওমর ফারুক বলেন, ‘ভুট্টাক্ষেতে ওই কিশোরীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করি। ভুট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু দেরি হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর এ ব্যাপারে আরও তথ্য জানাতে পারব।
‘মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। কেনো, কীভাবে সে মারা গেল সে বিষয়েও তদন্ত করছি আমরা।’