চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে।
উপজেলার পদুয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।
আহত দুই পুলিশ সদস্যের নাম জনি খান ও মো. শাহাদাত হোসেন। তাদের মধ্যে জনির এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান নিউজবাংলাকে বলেন, রোববার সকাল ১০টার দিকে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা করে আসামিপক্ষের লোকজন। এতে কনস্টেবল জনি ও শাহাদাত আহত হন।
‘তাদের মধ্যে জনির এক হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।’
আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন নিউজবাংলাকে বলেন, পুলিশের ওপর হামলাকারীর নাম কবির আহমদ। ঘটনার পরপরই তার বাড়ির সবাই পালিয়ে গেছে। ৩৫ বছর বয়সী কবিরের বিরুদ্ধে জমিজমা নিয়ে একটি মামলা ছিল। আমিরাবাদের সেলিম বৈদ্য নামের এক ব্যক্তি ওই মামলা করেছিলন। তিনি এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘রোববার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল পদুয়ার ৯ নম্বর ওয়ার্ডে একটি নিয়মিত মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি কবির আহমদ গ্রেপ্তার এড়ানোর জন্য ধারালো দা দিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে কনস্টেবল জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তা ছাড়া ঘটনার সময় মামলার বাদী আবুল হোসেন কালুও উপস্থিত ছিলেন। আসামির দার কোপে বাদীও আহত হয়েছেন।’
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।