রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ের সামনের সড়ক থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল থানা পুলিশ রোববার ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে।
৬৫ বছর বয়সী ওই ভ্যানচালকের নাম নুরুল ইসলাম। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় পণ্য আনা-নেয়া করতেন।
ময়নাতদন্তের জন্য নুরুলের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ভোররাতে মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘নুরুল ইসলাম মতিঝিল এলাকার ফুটপাতে ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’