চট্টগ্রাম নগরের ঈশান মিস্ত্রি হাট বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। ড্রামে করে এসব তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।
এ সময় মেসার্স আসআদ বাণিজ্যালয় নামে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ ও র্যাব যৌথভাবে রোববার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে।
অভিযান এখনও চলমান আছে জানিয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দিদার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ঈদের আগে এসব তেল মজুত করে রাখা হয়েছে। মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তাই অভিযান চালিয়ে ওই ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। একই সঙ্গে দোকানের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
জব্দকৃত ভোজ্যতেলের মধ্যে পাম অয়েল প্রতি লিটার কেনা ছিল ১২৭ টাকা দরে ও সয়াবিন ১৩৩ টাকা লিটার দরে কেনা ছিল বলে জানান মোহাম্মদ ইলিয়াস হোসেন।