হবিগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। ওই ছেলেকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার হুরগাঁও গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
৪৫ বছরের নিহত আজুদ মিয়ার বাড়ি হুরগাঁও গ্রামে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে তিনি জানান, আজুদ মিয়া ঋণগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। শনিবার বাড়িতে আসার পর ছেলে মাসুম মিয়ার সঙ্গে ঋণের বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম তার বাবাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজুদ মিয়া মারা যান।
পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শৈলেন চাকমা বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছি। এ ছাড়া মাসুম মিয়াকে আটক করা হয়েছে। মূল ঘটনা জানতে পুলিশ তদন্ত করছে।’