ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে এলাকাটি মুন্সীগঞ্জে নাকি কুমিল্লায়, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার দাবি, এলাকাটি পড়েছে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচরে। আর ভবেরচর হাইওয়ে থানা ও গজারিয়া থানার দাবি, এটি তাদের এলাকা নয়।
ফেসবুকে শুক্রবার রাতে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, মহাসড়কে একটি পিকআপ ভ্যান আড়াআড়িভাবে দাঁড় করানো। এতে গতি কমে আসে এ পথে চলাচলকারী যানবাহনের। তখন কয়েকজন যুবক গাড়িতে ঢিল ছোড়ে। একজনের হাতে লাঠিও ছিল।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার দাবি করেন, তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘প্রাইভেট কারে আমি ঢাকা থেকে কুমিল্লা ফিরছিলাম। গাড়িতে আমরা চারজন ছিলাম। রাত আড়াইটা বা ৩টার দিকে মহাসড়কে আড়াআড়ি করে রাখা একটি পিকআপ ভ্যান দেখে ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দেয়। দেখে মনে হয়েছিল, গাড়িটা ডান থেকে বামে ঘুরবে।
‘এমন সময় ১০ থেকে ১৫ জন এসে আমাদের প্রাইভেট কারে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। কয়েকজন এসে ইট দিয়ে জানালার কাচ ভাঙে। তাদের কেউ কেউ মুখোশ পরা ছিল।’
লিটন আরও বলেন, ‘ওই হামলায় আমাদের গাড়ির চালক ইমাম আহমেদের মাথায় কোপ লাগে। তাকে চারটা সেলাই দিতে হয়েছে। আমার কর্মী শাখাওয়াৎ হোসেন ও মাসুম বিল্লার হাত কেটে গেছে।
‘ডাকাতরা আমাদের মোবাইল, মানিব্যাগ সবকিছু নিয়ে গেছে। যতটুকু খেয়াল করেছি তা হলো ডাকাতরা মাইক্রোবাস আর প্রাইভেট কার টার্গেট করেছিল। বাসগুলো ছেড়ে দিচ্ছিল। ঘটনার পর আমরা বিষয়টি গজারিয়া থানার এসআই কামাল হোসেনকে জানাই। তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন।’
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুহুরুল হক বলেন, ‘ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে। ওই থানার ওসি বিষয়টি ভালো বলতে পারবেন।’
তবে গজারিয়া থানার ওসি জানান, এ ঘটনায় কেউ থানায় আসেনি বা অভিযোগ দেয়নি। এসআই কামালেরও সেখানে যাওয়ার কথা না। কারণ ওই এলাকা গজারিয়ায় নয়। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করা হবে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি বলেন, ‘ওই ভিডিওর ঘটনাস্থল কোথায় তা আমরা বের করতে পারিনি। ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা এখনও কোনো অভিযোগ পাইনি।’