নবীনগরের ওসি জানান, দুপুরে উসমান ও আবদুল্লাহ বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে তাদের সন্ধান মেলে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে জলাশয়ে ডুবে উসমান ও আবদুল্লাহ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের দুই বছর বয়সী উসমান ও আবদুল্লাহ চাচাতো ভাই।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে উসমান ও আবদুল্লাহ বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে তাদের সন্ধান মেলে।
দুজনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।