আমদানি নিষিদ্ধ সাপের বিষ দেশে এনে আর্থিক লেনদেন করছিলেন চট্টগ্রামের তিনজন। একইসঙ্গে সেই বিষ দিয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গেও প্রতারণায় জড়িত ছিলেন তারা।
সাপের বিষসহ তাদের শুক্রবার বিকেলে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকের বিষয়টি শনিবার দুপুর ২ টার দিকে নিউজবাংলাকে নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জহিরুল ইসলাম।
তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে নগরীর পাহাড়তলী ডিটি রোড এলাকা থেকে চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় একটি বায়ুরোধী কাচের জারে আমদানি নিষিদ্ধ সাপের বিষ জব্দ করা হয়। এই বিষ কোবরা সাপের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।’
আটকরা হলেন নোয়াখালী সদরের ধর্মপুর এলাকার মো. ইসমাইল প্রকাশ মগা বৈদ্য, কুমিল্লার লাসসামের রায়গোবিন্দপুরের জয়নাল আবেদীন এবং খাগড়াছড়ি দীঘিনালার রূপন চাকমা। তারা চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করে আসছিলেন।
জহিরুল ইসলাম বলেন, ‘তাদের নামে শনিবার দুপুরে ডবলমুরিং থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে এনে আর্থিক লেনদেন করে থাকেন। তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র যুক্ত আছে কি না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।’