গাছের সঙ্গে বেঁধে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিকে মারধরের মামলায় সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহের ছোট ভাইয়ের করা হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি তিনি।
নগরীর আসকার দীঘিরপাড় এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন বেলা দেড়টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘সকালে চট্টগ্রাম নগরীর আসকারদীঘি এলাকা থেকে পটিয়ার সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে আটক করা হয়। পরে জিতেন কান্তি গুহকে মারধরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে বেলা ২টার দিকে আদালতে তোলা হবে। আদালতে তুলে তাকে এক সপ্তাহ রিমান্ড আবেদন করা হবে।’
গত ২৯ এপ্রিল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে সাবেক সভাপতি জিতেন কান্তি গুহ উপস্থিত হলে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিমের নেতৃত্ব অন্তত ১০ জন। এতে মাথায় আঘাত এবং হাত ভেঙে যায় জিতেন কান্তির।পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। পরদিন সকালে ইউপি চেয়ারম্যান বি এম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসিকে গ্রেপ্তার করে পুলিশ।