বান্দরবানের আলীকদমে বড় বোনকে খুঁজতে বেরিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সিরাজ কারবারি পাড়ায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলো সাত বছর বয়সী মারুফা জান্নাত ও চার বছর বয়সী মাহফুজা জান্নাত।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলে ১১ বছর বয়সী মাহমুদা জান্নাত নলকূপ থেকে পানি আনতে যায়। তার ফিরতে দেরি হলে ছোট দুই বোন খুঁজতে বের হয়।
মাহমুদা বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে বিভিন্ন জায়গায় তাদের খুঁজতে থাকে। পরে রাতে বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।